নাম কোমল দত্ত থাকেন ময়মনসিং তার পুত্রের জন্ম নিবন্ধন প্রয়োজন জরুরী। কি করবেন যে কোন ভাবে আমার ফোন নাম্বারটা যোগাড় করে আমাকে ফোন দিয়ে বললেন ভাই আমার এই অবস্থা কি করা যায় আমার একটা ব্যবস্থা করেন, আমি তাকে বললাম ভাই আপনি কিছু ভাববেন না,বর্তমান যুগ ডিজিটাল যুগ এখন ঘরে বসে ও অনেক কিছু করা যায়। আপনি আপনার বাচ্চার টিকা দেওয়া কার্ড,আপনার ভোটার আইডি কার্ডের ফটো কপি ও বৌদির ভোটার আইডি কার্ডে ফটো কপি আমার মেইলে পাঠিয়ে দেন আমি সব ব্যবস্থা করছি।তিনি সব কাগজ আমার মেইলে পাঠিয়ে দিলেন আমি তা প্রিন্ট করে তার বাচ্চার নিবন্ধন সম্পুর্ন করে তাকে আবার সেই মেইলে পাঠিয়ে দিলাম। তিনি অতি খুশি হলেন এবং বললেন আপনার টাকাটা কিভাবে দেব আমি বললাম বিকাশ নাম্বারে দিয়ে দেন তিনি তাই দিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS